প্রিয় ভাই, তুমি কবে বুঝবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানোর মাঝে পুরুষত্ব নেই!!
.
পুরুষ তো তারাই যারা বিবাহের মাধ্যমে একজন নারীর দায়িত্ব নেয় এবং যথাযথ নিরাপত্তার সাথে তার জীবনের প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করে। বিবাহের মাধ্যমে একজন নারীর দায়িত্ব নেয়াটা পুরুষত্বের বড় এক আলামত।
.
কাপুরুষ এবং ইতরশ্রেনীর পুরুষরাই বিবাহ-বহির্ভূত প্রেম-ভালোবাসায় জড়িয়ে একজন নারীর জীবন নিয়ে পুতুল খেলা করে। একজন কাপুরুষ কখনো নারীকে বিয়ে করে তার দায়িত্ব নিতে আগ্রহী হয়না কেননা তার কাছে মেয়ে মানুষ টিস্যু পেপারের মতো!
.
অপরদিকে একজন প্রকৃত পুরুষ তার স্রষ্টার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে, হালাল রিজিকের জন্য কঠোর পরিশ্রম করে, রব্ব প্রদত্ত উত্তম জীবন সঙ্গীর জন্য সে তার চরিত্র হেফাজত করে কারণ সে জানে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা।
"যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্যধারণ করে, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।"
(সূরা ইউসুফ: ৯০)
.
প্রিয় ভাই তুমি এভাবে নিজেকে ধ্বংস করে দিও না, নিজেকে অশ্লীলতার দিকে ঠেলে নিয়ে যাওয়া নিজেকে হ'-ত্যা করার চেয়েও ভয়াবহ, আত্ম'-হত্যায় একবার মৃত্যু ঘটে, অশ্লীলতায় ঘটে প্রত্যেকবার, এ শুধু এক জিনিসের মৃত্যু না বরং হায়া, প্রশান্তি, ইজ্জত, মস্তিষ্কের ব্যালেন্স, ঈমান ও আমলেরও মৃত্যু!!
.
প্রিয়তমা স্ত্রীর কাছে তোমার "উত্তম চরিত্র" থেকে উত্তম গিফট আর কি হতে পারে?
0 Comments