Header Ads Widget

💞 জান্নাত পাওয়ার সহজ ১৫টি আমল 💞


💞 জান্নাত পাওয়ার সহজ ১৫টি আমল 💞



(১) রসূলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন!! 
❝যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় সায়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে এই দিনে অথবা এই রাত্রে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে❞!
«» সহিহ বুখারী -(৬৩২৩)

(২) রসূলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন!
❝যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আযানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে ❞!! 
«» আন নাসাঈ -(৬৭৪)

(৩) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন!
❝ যে ব্যক্তি উত্তম ও পরিপূর্ণরূপে অজু করে, আর এই দোয়া  (কালিমা শাহাদাত) পড়ে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে ❞! 
«» আত তিরমিজি  -(৫৫)

(৪) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন! 
❝যে ব্যক্তি প্রত্যেক (ফরজ) নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তাকে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে আর অন্য কিছু বাধা হয়ে দাঁড়াবে না; মরলেই জান্নাতি ❞! 
 «»সহিহুল জামে -(৩৩৯)

(৫) রসূলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন! 
❝ আল্লাহর ৯৯ টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে❞!
«»সহিহ বুখারী- (২৭৩৬)

(৬) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন! ❝যে ব্যক্তি জোহরের আগের চার এবং পরের চার রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে,তার জন্য জাহান্নাম হারাম করা হবে ❞!
«»আবু দাউদ- (১২৬৯)

(৭) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন! 
❝যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে ৪০ রাত তাকবীর ঊলাসহ এশার নামাজ পড়বে, তার বিনিময় আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির সনদ লেখে দেন❞! «»ইবনে মাজাহ- (৭৯৮)

(৮) রসুলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন! 
❝যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা (সিয়াম) পালন করে, আল্লাহ তার মুখমন্ডকে দোযকের আগুন হতে ৭০ বছর রাস্তা দুরে সরিয়ে নেন❞! 
«»সহীহ বুখারী -(২৮৪০)

(৯) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন! 
❝যে ব্যক্তি উত্তম রূপে উঁচু করে, একা খালিস অন্তরে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়❞!
«»আবু দাউদ- (৯০৬)

(১০) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনলেন, তখন তিনি বলেন, ওয়াজিব (অবধারিত) হয়ে গেছে, আমি প্রশ্ন করলাম, কি ওয়াজিব হয়ে গেছে, তিনি বলনেন, জান্নাত!
«»আত তিরমিজি- (২৮৯৭)

(১১) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন! ❝যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে (জিব্বা) ও দুই পায়ের মাঝখানে (লজ্জাস্থানের) জামিন হতে পারবে,আমি তার জন্য জান্নাতের জামিন হবো❞! 
«»আত তিরমিজি- (২৪০৯)

(১২) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন! ❝আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, যে ব্যক্তি মানুষের কাছাকাছি সহজ-সরল নম্রভাষী ও সদাচারী❞!
«» আত তিরমিজি- (২৪৮৮)

(১৩) রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেন! ❝যে ব্যক্তি তিনটি বিষয়ে মুক্ত, যেমন অহংকার গণিমতের সম্পদ আত্মসাত ও ঋণ হতে মুক্ত অবস্থা মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে!❞
«»আত তিরমিজি- (১৫৭২)

(১৪) রসূলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন!
❝ যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জান্নাত চাই,তখন জান্নাত বলে, হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান❞! 
«»আন নাসাঈ- (৫৫২১)

(১৫) রসূলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন!
❝ আল্লাহর বান্দাদের মধ্যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে? অবহেলা করে এর কোনোটি পরিত্যাগ করবে না? মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার ওয়াদা করেছেন❞!  
«»আবু দাউদ -(১৪২০)

হে আল্লাহ!! 
আমাদের সবাইকে এই আমল গুলো করার তাওফিক দান করুন! 
আমিন।

Post a Comment

0 Comments