Header Ads Widget

পাচঁ ওয়াক্ত নামাজের নিয়মঃ জোহরের নামাজ

 بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

জোহরের নামাজ


  জোহরের নাময মোট ১২ রাকাত। সূর্য মাথার উপর হতে পশ্চিম্ দিকে একটু হেলে পড়লেই জোহরের নামাযের ওয়াক্ত আরম্ভ হয় এবং কোন কিছুর ছায়া দ্বিগুণ হলে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়।


  জোহরের ৪ রাকায়াত সুন্নত নামাজের নিয়ত বাংলায় :

 (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জোহরি সুন্নাতু রাসুলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। )


  জোহরের ৪ রাকায়াত ফরজ নামাজের নিয়ত বাংলায় :

 (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জোহরি ফারজুল্লাহি তাআলঅ মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)


  জোহরের ২ রাকায়াত সুন্নত নামাজের নিয়ত বাংলায় :

 (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকায়াতাই সালাতিজ জোহরি সুন্নাতি রাসূলিল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।


  জোহরের ২ রাকায়াত নফল নামাজের নিয়ত বাংলায় :

 (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল নাফলি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)


  ইমামের সূরা পড়ার নিয়মঃ জোহরের ৪ রাকাত ফরয নামাজে ইমাম প্রত্যেক রাকাতে সূরা নিম্নস্বরে পড়বেন।



Post a Comment

0 Comments