যে ব্যাক্তির দোয়া কবুল হতে দেরি হয় না✨
ইসতেগফার এমন এক আমল, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ বানিয়ে দেয়।
আর ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি,
যে ব্যক্তি দোয়া করতে দেরি; কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় না।
‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হওয়ার আমলটি ছোট্ট এবং সহজ। নিজেকে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে তৈরি করতে সব সময় ইসতেগফার করতে থাকা।
ওঠা-বসা চলা-ফেরায় আল্লাহর কাছে ক্ষমা পার্থনার নিয়তে ‘আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ (اَسْتَغْفِرُ الله – اَسْتَغْفِرُ الله) বলতে থাকার নিয়মিত আমল করা।
যদি কোনো বান্দা ‘আসতাগফিরুল্লাহ’ অর্থাৎ ইসতেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’।
আল্লাহ তাআলা ইসতেগফারের কারণে ওই বান্দার সব চাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ্
0 Comments