Header Ads Widget

জুমার দিন আসরের পরের দুরূদ

 

জুমার দিন আসরের পরের দুরূদ


اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍن النَّبِيِّ الأمِّىِّ وَعَلَىٰ اٰلِهٖ وَسَلِّمْ تَسْلِيْمًا.


আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিনি ন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আ’লিহী ওয়া সাল্লিম তাস্‌লিমা।


হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (সাঃ) এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর।


(আদদুররু মানযুদ ফিন সালাতি ওয়াস সালামি আলা সাহিবিল মাকামিল মাহমুদ, পৃ. ১৬০)


হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার নিম্নোক্ত দুরুদটি পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত-বন্দেগীর সওয়াব লেখা হবে।

Post a Comment

0 Comments