Header Ads Widget

পাচঁ ওয়াক্ত নামাজের নিয়মঃ মাগরিবের নামাজ

 بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

 বিসমিল্লাহির রাহমানির রাহিম


   মাগরিবের নামাজ


  মাগরিবের নামায মোট ০৭ রাকায়াত। সূর্যাস্তের পর হতে মাগরিবের নামাযের সময় হয় মাগরিবের ওয়াক্ত অতি অল্পকাল স্থায়ী।


  মাগরিবের ৩ রাকায়াত ফরজ নামাযের নিয়ত বাংলায় :


  (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল  মাগরিব ফারজুল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)


  মাগরিবের ২ রাকায়াত সুন্নাত ফরজ নামাযের নিয়ত বাংলায় :


  (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)

 উক্ত দুই রাকায়াত সুন্নত নামায শেষ হলে দুই রাকয়াত নফল নামাজ পড়বেন।


  ইমামের সূরা পড়ার নিয়মঃ মাগরিবের ৩ রাকাত ফরয নামাজে প্রথম  ২ রাকাতে ইমাম সূরা উচ্চস্বরে পড়বেন এবং পরের ১ রাকাতে ইমাম সূরা নিম্নস্বরে পড়বেন।


Post a Comment

0 Comments